চাঁদপুরে শিক্ষামন্ত্রীর নামে ভুয়া ফেইসবুক আইডি, জিডি

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ২২ জুন ২০২০, ১২:৪২

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির নামে ফেইসবুকে ভুয়া আইডি ‍খুলে বিভ্রান্তিকর পোস্ট করার অভিযোগে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।চাঁদপুর মডেল থানার ওসি মো. নাছিম উদ্দিন জানান, পুরাণবাজার ডিগ্রি কলেজের অধ্যক্ষ রতন কুমার মজুমদার রোববার শিক্ষামন্ত্রীর পক্ষে চাঁদপুর সদর মডেল থানায় এ জিডি করেন।

জিডিতে উল্লেখ করা হয়, মাননীয় শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির নামে অজ্ঞাত ব্যক্তিরা ফেইসবুক আইডি, ফেইসবুক পেইজ এবং ফেইসবুক গ্রুপ মিথ্যা প্রচারণা এবং নানারকম বিভ্রান্তিকর পোস্ট দিয়ে যাচ্ছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের অনুরোধ করা যাচ্ছে।এ বিষয়ে রতন কুমার বলেন, “শিক্ষামন্ত্রী আমাদের চাঁদপুরের গর্ব; তার নামে ভুয়া আইডি, পেইজ, গ্রুপ খুলে নানা ধরনের অপপ্রচার একজন শিক্ষক হিসেবে আমাকে ব্যথিত করেছে, মর্মাহত করেছে। তাই আমি জিডি করেছি।” ওসি বলেন, “থানায় একটি জিডি হয়েছে। এখন আমরা আইনগত ব্যবস্থা নেব।”
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us