আসন্ন বর্ষা মৌসুমে এডিস মশার বংশ বিস্তার নিয়ন্ত্রণে অগ্রিম কিছু পদক্ষেপ নেয় ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। এরই অংশ হিসেবে ব্যাপক ঢাকঢোল পিটিয়ে ওয়ার্ডভিত্তিক পরিত্যক্ত প্লাস্টিক পণ্য, চিপসের প্যাকেট, ডাবের খোসা, টায়ার প্রভৃতি কেনার ঘোষণা দেয়। কিন্তু কর্মপন্থা পুরোপুরি না গুছিয়ে এনে তড়িঘড়ি করে ঘোষণা করায় অঙ্কুরের বিনাশের শঙ্কায় এ উদ্যোগ।
মাঠ পর্যায়ে ঘুরে দেখা যায়, এ কার্যক্রম পরিচালনায় যে তহবিল দরকার তা সংশ্লিষ্টদের কাছে পৌঁছায়নি। নিজ পকেটের টাকা খরচ করে তা কেনার আগ্রহ হারিয়েছেন কাউন্সিলররা। আবার দিনের নির্দিষ্ট সময় কাউন্সিলর অফিস বন্ধ থাকায় কেনাকাটাও বন্ধ থাকে। মানুষ পরিত্যক্ত পণ্য বিক্রি করতে গিয়ে ফিরে যান। আর গুটিকয়েক যারা বিক্রি করতে যান তাদের অধিকাংশই টোকাই। সাধারণ মানুষের আগ্রহ নেই।