মাশরাফিকে নিয়ে ফেসবুকে দুই প্রবাসীর কটূক্তি, থানায় অভিযোগ

পূর্ব পশ্চিম প্রকাশিত: ২১ জুন ২০২০, ২৩:১৯

জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও নড়াইল-২ আসনের সাংসদ মাশরাফি বিন মর্তুজাকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে কটূক্তি করায় কুমিল্লার তিতাস থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। রোববার (২১ জুন) সকালে তিতাস উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম এ বিষয়ে লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগে জানা গেছে, তিতাস উপজেলার মোহনপুর গ্রামের জুলহাস মিয়ার ছেলে সৌদি প্রবাসী জুয়েল (২৫) এবং দক্ষিণ আকালিয়া গ্রামের আবদুল হাকিমের ছেলে মালয়েশিয়া প্রবাসী শাহাদাৎ হোসেন টিটন তাদের ব্যক্তিগত ফেসবুক আইডিতে মাশরাফি বিন মর্তুজাকে নিয়ে কটূক্তি করে স্ট্যাটাস দেন।

জুয়েল মাহমুদ জয় তার নামের ফেসবুক আইডিতে লিখেন, ‘আওয়ামী অবৈধ সংসদ সদস্য মাশরাফি বিন মর্তুজা করোনায় আক্রান্ত। আফসোস! আজ একজন ক্রিকেটার মাশরাফি বেঁচে নেই, তাই আর অন্তর থেকে দোয়াও নেই। একজন ভোট চোর অবৈধ এমপির জন্য আছে শুধু আফসোস আর ঘৃণা।’

শাখাওয়াত হোসেন টিটন স্ট্যাটাসে লিখেন, ‘যেভাবে অবৈধ শক্তিশালী সংসদ সদস্যরা করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দুনিয়া ত্যাগ করছেন, দেশ ও জাতিকে বাঁচানোর জন্য শিগগির জাতীয় নির্বাচন প্রয়োজন।’ জুয়েল ও শাখাওয়াত তাদের নিজ নামের আইডি বিদেশে বসে চালায় বলে অভিযোগে উল্লেখ রয়েছে।

অভিযোগকারী তিতাস উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম জানান, ফেসবুকে একজন সংসদ সদস্যকে হেয় প্রতিপন্ন করা এবং সরকারের ভাবমূর্তি ক্ষুন্ন করে জনমনে বিভ্রান্তি সৃষ্টিকারীদের আইনের আওতায় আনার জন্যই আমি থানায় অভিযোগ করেছি।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

রংপুরের বিপক্ষে মাশরাফিদের মান বাঁচানো পুঁজি

ঢাকা পোষ্ট | শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম
১০ মাস আগে

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us