দশম জেনারেশনের মাদারবোর্ড বাজারে

ঢাকা টাইমস প্রকাশিত: ২১ জুন ২০২০, ১৭:৪০

স্মার্ট টেকনোলজি এবং গিগাবাইট বাংলাদেশ নিয়ে এসেছে ইন্টেল নতুন লাইনআপ এর দশম জেনারেশন মাদারবোর্ড। যার নামকরণ করা হয়েছেজেড ৪৯০ সিরিজ।

এটা অন্য সব মাদারবোর্ড থেকে সম্পূর্ণ ভিন্ন। এতে এল জি এ ১২০০) সকেট ব্যবহার করা হয়েছে। এই আরাস সিরিজ মাদারবোর্ড এ রয়েছে ১৬ ফেইজ ডিজিটাল পাওয়ার ডিজাইন এবং উন্নত ফিন্সঅ্যারে হিটসিঙ্ক যার মাধ্যমে মাদারবোর্ড এর তাপমাত্রা এবং পাওয়ার ৯০ অ্যাম্পিয়ার পর্যন্ত নিয়ন্ত্রণ করা সম্ভব ।

তাই এই মাদারবোর্ডটি ওভার ক্লক লাভারদের জন্য স্বর্গ, এবং গেমারদের পছন্দের আরজিবি লাইটনিং এর জন্য জেড ৪৯০ মাদারবোর্ড এর মধ্যে দেয়া হয়েছে ৪টি আরজিবি হেডার। যার মাধ্যমে গেমাররা তাদের সেটাপকে আরও সুন্দর করে নিতে পারবে।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us