চ্যাম্পিয়ন্স লিগ শিরোপার নিষ্পত্তি করতে ৮ দলের টুর্নামেন্ট পদ্ধতির সমর্থন করছেন ব্রাজিল ও রিয়াল মাদ্রিদের সাবেক তারকা রোনালদো। তিনি মনে করেন, নক আউট ম্যাচ প্রতিযোগিতায় টিকে থাকার সাহস বাড়াবে। কোভিড নাইনটিনের মধ্যেও ব্রাজিলে ফুটবল শুরুর সিদ্ধান্ত বড় ভুল। ইউরোপের মতো কোভিড মোকাবেলা করতে পারছেনা বলেও মন্তব্য করেন ব্রাজিলকে দুইবার বিশ্বকাপ জেতানো এ কিংবদন্তি।
চ্যাম্পিয়ন্স লিগ নিষ্পত্তি করতে হবে। শিরোপা নির্ধারণ করতে হবে। সেজন্য উয়েফাকে নিতে হচ্ছে নানা কৌশল। ফিরতি লিগ বাদ দিয়ে সিঙ্গেল লিগ পদ্ধতিতে হবে শেষ আটের খেলা। হারলেই বাদ পড়তে হবে। আগস্টে ৮ দলের এ টুর্নামেন্ট হবে পর্তুগালের লিসবনে। ব্রাজিলিয়ান গ্রেট রোনালদো উয়েফার এ সিদ্ধান্তে বুদ্ধিদীপ্ত মনে করছেন। ইতোমধ্যে শেষ আট নিশ্চিত করেছে পিএসজি, অ্যাতলেতিকো মাদ্রিদ, আটলান্টাও লিপজিগ।
রাউন্ড অব সিক্সটিনের বাকী ৪ টি ম্যাচ অনুষ্ঠিত হবে ৭ ও ৮ আগস্ট। ফাইনাল হবে লিসবনে। এ বছরের পরিবর্তে পরের বছরের ফাইনাল হবে ইস্তাম্বুলে। এদিকে, এ সপ্তাহে শুরু হচ্ছে ব্রাজিলের ফুটবল। যা কোনোভাবেই মেনে নিতে পারছেন না রোনালদো।