দেশের বাইরে চিকিৎসার আবেদন সাহারা খাতুনের

বার্তা২৪ প্রকাশিত: ১৯ জুন ২০২০, ২০:৪৩

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী অ্যাডভোকেট সাহারা খাতুন শারীরিক নানা জটিলতা ‍নিয়ে ইউনাইটেড হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন। তবে হাসপাতালের চিকিৎসা ব্যবস্থা নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন তার পরিবারের সদস্যরা।

অ্যাডভোকেট সাহারা খাতুনের ইচ্ছা তাকে বিদেশে নিয়ে চিকিৎসা করালে তিনি হয়তো সুস্থতা লাভ করতে পারেন। এজন্য পরিবারের সদস্যদের মাধ্যমে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছেন সাবেক এই মন্ত্রী।

অ্যাডভোকেট সাহারা খাতুনের চিকিৎসা সর্বশেষ পরিস্থিতি নিয়ে তার একান্ত ব্যক্তিগত সহকারী ও ভাতিজা অ্যাডভোকেট আশিকুর রহমান বলেন, আমার ফুফুকে গত ২ জুন দিনগত রাতে ইনাইটেড হাসপাতালে ভর্তি করেছিলাম। সেই থেকে এখন পর্যন্ত চিকিৎসা চলছে। উনার বর্তমান পরিস্থিতি হচ্ছে উনাকে আইসিইউতে রাখা হয়েছে। উনার প্রেসারটা নেমে গিয়েছিল, অক্সিজেনটাও কমে গিয়েছিল। এখন একটু নিয়ন্ত্রিত অবস্থায় আসছে। তারপরেও ডাক্তাররা বলেছেন ৭২ ঘণ্টা পর্যবেক্ষণে রাখতে হবে, ৭২ ঘণ্টা পর্যবেক্ষণে রাখার পর বোঝা যাবে অবস্থা কী পর্যায়ে যায়। তবে আমরা খোঁজ নিয়ে দেখেছি কিছুটা উন্নতি হচ্ছে।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us