You have reached your daily news limit

Please log in to continue


২০১১ বিশ্বকাপ ফাইনাল পাতানোর অভিযোগ, শ্রীলঙ্কায় তদন্তের নির্দেশ

ভয়ানক অভিযোগই করেছেন শ্রীলঙ্কার সাবেক ক্রীড়ামন্ত্রী মাহিনদানান্দা আলুথগামাগে। তার দাবি, ২০১১ বিশ্বকাপ ফাইনাল ছিল পাতানো! সাবেক ক্রীড়ামন্ত্রী আরও বলেছেন, ভারতের কাছে ফাইনালটি বিক্রি করেছে শ্রীলঙ্কা। এমন অভিযোগের পর নড়ে-চড়ে বসেছে লঙ্কান প্রশাসন। এর প্রেক্ষিতে তদন্তের নির্দেশ দিয়েছেন বর্তমান ক্রীড়ামন্ত্রী দুল্লাস আলাহাপ্পেরুমা।বর্তমান ক্রীড়ামন্ত্রী শুধু তদন্তের নির্দেশ দিয়েই বসে থাকেননি। গুরুত্ব বিবেচনায় প্রতি দুই সপ্তাহে এর উন্নতি সম্পর্কে জানাতে বলেছেন সংশ্লিষ্টদের। মন্ত্রীর নির্দেশনার পর উঠে পড়ে লেগেছেন ক্রীড়া সচিব কেএডিএস রুয়ানচন্দ্র। তিনি মন্ত্রণলায়ের গঠিত তদন্তকারী ইউনিটের কাছে অভিযোগটির কথা জানিয়েছেন।তৎকালীন ক্রীড়ামন্ত্রী ও বর্তমান অন্তর্বর্তী সরকারের জ্বালানি মন্ত্রী মাহিনদানান্দা স্থানীয় একটি টিভিতে দাবি করেছেন, ‘আজকে আমি আপনাদের বলছি, ২০১১ বিশ্বকাপ আমরা বিক্রি করেছি। আমি এমনটা বলছি, কারণ তখন আমি ক্রীড়ামন্ত্রী ছিলাম।’ অবশ্য এমন অভিযোগ উড়িয়ে দিয়েছেন তখনকার দুই ক্রিকেটার মাহেলা জয়াবর্ধেনে ও কুমারা সাঙ্গাকারা। দুজনেই অভিযোগের প্রেক্ষিতে তথ্য-প্রমাণ চেয়েছেন। ওই সময়ের অধিনায়ক সাঙ্গাকারা টুইটারে ক্ষোভ উগড়ে দিয়েছেন এভাবে, ‘তার প্রমাণসহ আইসিসি ও আকসুর কাছে যাওয়া উচিত। যাতে এই অভিযোগের পরিপূর্ণ তদন্ত হয়।’
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন