বাবার জন্য দোয়া চাইলেন সাইফউদ্দিন

ডেইলি বাংলাদেশ প্রকাশিত: ১৯ জুন ২০২০, ১৫:৫৭

বাংলাদেশ জাতীয় দলের অন্যতম ক্রিকেটার মোহাম্মদ সাইফউদ্দিন। অভিষেকের পর ধীরে ধীরে দলের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য হয়েছে উঠেছেন তিনি। ব্যাটিংয়ের পাশাপাশি ডেথ বোলিংয়ে দলের অন্যতম ভরসা এই অলরাউন্ডার। আজ তার বাবার মৃত্যুবার্ষিকী। এ কারণে সবার কাছে দোয়া চেয়েছেন তিনি।
শুক্রবার দুপুরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বাবার ছবি হাতে একটি পোস্ট করেন সাইফউদ্দিন। সেখানে তিনি লেখেন, আজকে আমার বাবার ১২তম মৃত্যুবার্ষিকী। শেষ স্মৃতি বলতে এই ছবিটা ছাড়া আর তেমন কিছুই নেই। সবাই আমার বাবার জন্য দোয়া করবেন। আল্লাহ যেন তাকে জান্নাতবাসী করেন।

খুব ছোটবেলাতেই বাবাকে হারান সাইফউদ্দিন। পুলিশ কর্মকর্তা বাবার স্বপ্ন ছিল সাইফ বড় হয়ে সরকারি চাকরি করবেন। তার মৃত্যুর পর সাইফউদ্দিনের বড় ভাই সংসারের হাল ধরেন। মূলত ভাইয়ের সমর্থনেই তিনি এতদূর আসতে পেরেছেন। এখন পর্যন্ত জাতীয় দলের হয়ে ২২টি ওয়ানডে ও ১৫ টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন ২৩ বছর বয়সী এই অলরাউন্ডার।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us