বল করতে গিয়ে হঠাৎই লুটিয়ে পড়েন মাটিতে। বেশ কিছুক্ষণ চেষ্টা করেও তাকে সারিয়ে তোলা যায়নি।
শেষ অবধি মোহাম্মদ সাইফউদ্দিনকে মাঠ ছাড়তে হয় স্ট্রেচারে করে। তখন বেশ গুরুতর মনে হলেও আশার খবরই পাওয়া গেছে এই পেস বোলিং অলরাউন্ডারকে নিয়ে। তার চোট ততটা গুরুতর নয়।
তাকে নিয়ে বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী বাংলানিউজকে বলেন, ‘কাফ মাসেলে একটু ক্র্যাম্প হয়েছে। ও এখানেই আছে। তেমন বড় কিছু না। ’
চলমান ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) শেষ দিনে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হয়েছে আবাহনী ও শেখ জামাল ধানমন্ডি ক্লাব। শিরোপা লড়াই নির্ধারণের এই ম্যাচে আগে ব্যাট করে শেখ জামাল ২৮২ রান সংগ্রহ করেছে।