বান্দরবানে নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ ৮ জনের করোনা শনাক্ত
প্রকাশিত: ১৭ জুন ২০২০, ১৭:০১
বান্দরবানে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ আট জনের করোনা শনাক্ত হয়েছে। মঙ্গলবার (১৬ জুন) কক্সবাজার ল্যাব থেকে তাদের করোনা পজিটিভ রিপোর্ট আসে। বুধবার (১৭ জুন) এ তথ্য নিশ্চিত করেছেন সিভিল সার্জন ডা. অংসুই প্রু মারমা।
সিভিল সার্জন বলেন, ‘নতুন আট জনসহ জেলায় মোট আক্রান্ত ৯৩ জন। আক্রান্তরা বেশির ভাগই সদরের। ইতোমধ্যে সুস্থ হয়েছেন ৩১ জন। অসচেতনতার কারণেই আক্রান্তের সংখ্যা দিন দিন বাড়ছে।’
স্বাস্থ্য বিভাগের তথ্য মতে, নতুন আক্রান্ত আট জনের মধ্যে সদরে সাত জন এবং নাইক্ষ্যংছড়িতে একজন রয়েছেন। অন্য আক্রান্তরা হলেন– জেলা প্রশাসকের মেয়ে (১৫), জেলা প্রশাসকের সিএ (৫৪), স্বাস্থ্য বিভাগের এক কর্মচারী, ৩২ বছর বয়সী একজন, বালাঘাটার ২৩ বছরের একজন, পাঁচ বছর বয়সী এক শিশু এবং নাইক্ষ্যংছড়ির ২৬ বছরের একজন।