রাজধানীতে মাস্ক না পরায় ভ্রাম্যমাণ আদালতে ৮০ মামলা

বাংলাদেশ প্রতিদিন প্রকাশিত: ১৭ জুন ২০২০, ১১:৩০

করোনা সংক্রমণ রোধে সরকার ঘোষিত স্বাস্থ্যবিধি না মেনে এবং মাস্ক ছাড়া ঘোরাফেরা করায় ৮০টি মামলা ও জরিমানা করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ভ্রাম্যমাণ আদালত। গতকাল দিনব্যাপী অভিযানে এ মামলা ও জরিমানা করা হয়।

ডিএমপি এক প্রেস বার্তায় জানায়, রমনা বিভাগে মাস্ক ব্যবহার না করায় ১৩ ব্যক্তি, তিনটি মোটরসাইকেল আরোহী ও এক দোকানিকে দুই হাজার ১৯০ টাকা জরিমানা করা হয়। একই কারণে মতিঝিল বিভাগে ১২ ব্যক্তি, দুই মোটরসাইকেল আরোহী ও তিন দোকানিকে চার হাজার ৫০ টাকা জরিমানা এবং লালবাগ বিভাগে তিন ব্যক্তি এবং ১৪ দোকানিকে ছয় হাজার ৫০ টাকা জরিমানা করা হয়।

প্রেস বার্তায় আরো জানানো হয়, অভিযানে মিরপুর বিভাগে মাস্ক ব্যবহার না করায় ১০ জন ব্যক্তিকে তিন হাজার ৫০০ টাকা, গুলশান বিভাগে তিন ব্যক্তি ও ৫ দোকানিকে ১৩ হাজার ৬০০ টাকা এবং উত্তরায় ১৩ জন ব্যক্তিকে দুই হাজার ৬০০ টাকা জরিমানা করা হয়েছে।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ঘটনা প্রবাহ

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us