পাকিস্তান যেন বোলার তৈরির কারখানা। প্রত্যেকটি প্রজন্মেই পাকিস্তানের ক্রিকেটে দেখা মিলে একেকজন কিংবদন্তি বোলারের। তাদেরই একজন সাবেক অফ স্পিনার সাকলাইন মুশতাক। আবিষ্কার করেছিলেন অফ স্পিনারদের প্রধান অস্ত্র ‘দুসরা’।
ক্রিকেট পাকিস্তানকে দেওয়া এক সাক্ষাৎকারে, বর্তমান সময়ের খেলা সেরা স্পিনারদের নিয়ে কথা বলেছেন এই স্পিন জাদুকর। যেখানে অন্য অনেক স্পিনারের সাথে উঠে এসেছে সাকিব আল হাসানের নাম। বাংলাদেশ তারকা স্পিনারকে আখ্যা দিয়েছেন বুদ্ধিমান বোলার হিসেবে।
সাকলাইনের মতে পুরো বিশ্বজুড়ে টেস্ট ক্রিকেট ফরম্যাটে অস্ট্রেলিয়ার ডানহাতি স্পিনার নাথান লায়ন সেরা। তিনি বলেন, ‘লঙ্গার ভার্সনে আমার মতে বিশ্বজুড়ে নাথান লায়ন সেরা। সে বড় সব দলের বিপক্ষে সফলতা পেয়েছে এমনকি স্পিনে ভালো খেলা ভারত ও পাকিস্তানের সঙ্গেও তার রেকর্ড ভালো।’
এরপর চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের দুই স্পিনার অশ্বিন ও কুলদ্বীপ যাদব প্রসঙ্গে সাকলাইন বলেন, ‘অশ্বিনও ভালো বোলার তবে ঘরের মাঠে। আর সীমিত ওভারের ক্রিকেটে কুলদ্বীপ সত্যিই অসাধারণ স্পিনার এবং তার মাঝে ক্রিকেটের জ্ঞানও আছে।’
এরপরেই সাকিবকে নিয়ে এই কিংবদন্তি বলেন, ‘সাকিব আল হাসান খুবই বুদ্ধিমান বোলার। আমি বাংলাদেশে কাজ করার সময় তাকে খুব কাছ থেকে দেখেছি।’