আইনের পথে হাঁটবে সেবা প্রকাশনী

বাংলা নিউজ ২৪ প্রকাশিত: ১৫ জুন ২০২০, ১৪:৫৩

আইনের পথে হাঁটার ঘোষণা দিয়েছে সেবা প্রকাশনী৷ রোববার (১৪ জুন) রাতে কাজী আনোয়ার হোসেনের পুত্রবধূ মাসুমা মায়মুর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টে এ ঘোষণা দেন৷ ওই পোস্টে মাসুমা মায়মুর লিখেছেন, ‘কেন এমন রায় হল সেটা অনেকেই আমার কাছে জানতে চাইছেন। নিউজটা একটু ভাল করে পড়ুন, প্লিজ। রেজিস্ট্রার জানিয়েছেন যে বইয়ের ভেতরে বা বাইরে কোথাও শেখ আবদুল হাকিমের নাম নেই। কিন্তু উনিই এই বইগুলোর লেখক সেটার প্রমাণ হিসেবে সাক্ষীদের লিখিত বক্তব্য নিয়েছেন।’

তিনি আরও লিখেছেন, ‘এখন আইনের চোখে এটার কতটুকু ভিত্তি আছে সেটা পরবর্তীতে আমরা আইনের পথে হেঁটেই জানতে পারবো বিশেষ করে সেই লিখিত বক্তব্যকে কোনো প্রকার চ্যালেঞ্জের সুযোগ আমাদের না দিয়ে রায় ঘোষণা করা। আমরা যতদূর জানি, এক পক্ষের সাক্ষীকে অপর পক্ষ জেরা করার অধিকার রাখেন। সেই সাক্ষীর লিখিত সাক্ষ্য দেখতে না দেওয়ায় আমাদের অধিকার খর্ব করা হয়েছে বলেই মনে করছি। (দেখা যাক, আইন কী বলে) আর যদি সাক্ষী সরাসরি সাক্ষ্য দিয়ে থাকেন তাহলে আমাদের পক্ষের উকিলকে সেই সাক্ষীকে জেরা করার সুযোগ না দেওয়াতে আইন লঙ্ঘন করা হয়েছে কিনা সেটা আপিল করা হলে বোর্ড আমাদের জানাতে পারবেন। আপাতত এটা নিয়ে সেবার পাঠকদের হতাশ হওয়ার কোনো কারণ নেই। আমরা আইনের পথেই হাঁটবো। শুভ রাত্রি।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us