প্রাণঘাতী করোনাভাইরাসে বিপর্যস্ত বন্দরনগরী চট্টগ্রামের জীবনযাত্রা। করোনা ও উপসর্গ নিয়ে প্রতিদিন গড়ে মৃত্যু হচ্ছে ২৫ থেকে ৩০ জনের। কিন্তু এমন ভয়াল পরিস্থিতিতেও এক শ্রেণির মানুষ করোনাকে বুড়ো আঙুল দেখিয়েই চলেছেন।
বিধিনিষেধ না মেনে করোনার মাঝেই বিলাসবহুল প্রাইভেটকার, মার্সিডিজ বেঞ্জ, হোন্ডা ভিজেল, পাজেরো গাড়িতে সপরিবারে ঘুরে বেড়াচ্ছেন নগরের পতেঙ্গা সমুদ্র সৈকতে। এক শ্রেণির বখাটে আবার মেতেছে ভয়াল বাইক স্ট্যান্টবাজিতে!
শুক্রবার (১২ জুন) বিকেলে পতেঙ্গা সমুদ্র সৈকত ও মেরিন ড্রাইভ সড়কে জেলা প্রশাসন, নগর পুলিশ ও টুরিস্ট পুলিশের যৌথ অভিযান চলাকালে এমন দৃশ্য দেখা যায়। অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো. তৌহিদুল ইসলাম।