ভারতের জনপ্রিয় সঙ্গীত পরিচালক জুটি সাজিদ-ওয়াজিদ। সাজিদ খান ও ওয়াজিদ খান ভাইয়ের সমন্বয়ে গড়া এ জুটির ছন্দপতন হয়েছে। গত সোমবার মুম্বাইয়ের একটি হাসপাতালে মারা যান ওয়াজিদ খান। ‘মাশাল্লাহ মাশাল্লাহ’, ‘চিনতা তা চিতা চিতা’, ‘হুড হুড দাবাং’, ‘জালওয়া’, ‘আব মুঝে রাত দিন’সহ বহু জনপ্রিয় গান তৈরি করেছেন সাজিদ-ওয়াজিদ।
প্রতিটি গান তৈরিতে এই জনপ্রিয় সঙ্গীত পরিচালক জুটি ৩০ থেকে ৬০ লাখ টাকা নিতেন বলে জানা যায়। আর এমন বিপুল আয় থাকা ভাইদের মধ্যে ওয়াজিদ খান তার পরিবারের জন্য ১৫০ কোটি টাকার সম্পত্তি রেখে গেছেন। ৪২ বছর বয়সী ওয়াজিদ খান ২০১০ সালে মরিয়ম আসিফ সিদ্দিকীকে বিয়ে করেন।
তাদের ঘরে একটি পুত্র ও একটি কন্যাসন্তান রয়েছে। দীর্ঘদিন ধরে তিনি কিডনির জটিলতায় ভুগছিলেন। এর আগে একটি কিডনি প্রতিস্থাপনও করেছেন তিনি। ১৯৯৮ সালে সালমান খানের ‘পেয়ার কিয়া ধর্ণা কিয়া’ ছবির মাধ্যমে বলিউডে অভিষেক হয় ওয়াজিদের। এরপর সালমান খানের ‘গর্ব’, ‘পার্টনার’, ‘তেরে নাম’, ‘এক থা টাইগার’ ও ‘দাবাং’ সিরিজে ভাই সাজিদ খানের সঙ্গে কাজ করেন ওয়াজিদ খান।