বাগেরহাটে পুড়িয়ে দেয়া হলো ৩৫ হাজার মিটার নিষিদ্ধ জাল
প্রকাশিত: ০৬ জুন ২০২০, ২০:০০
বাগেরহাটের শরণখোলা উপজেলার বিভিন্ন নদীতে অভিযান চালিয়ে প্রায় ৩৫ হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট, বেহুন্দি ও বাধা জাল আটক করে শনিবার সকালে ভ্রাম্যমাণ আদালতের সিদ্ধান্তে ওইসব জাল পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। শুক্রবার দিনভর শরণখোলা উপজেলা নির্বাহী কর্মকর্তা সরদার মোস্তফা শাহিনের নেতৃত্বে অভিযান চালিয়ে এসব অবৈধ জাল আটক করা হয়।
শরণখোলা উপজেলার মৎস্য কর্মকর্তা বিনয় কুমার রায় জানান, বলেশ্বর নদী ও সুন্দরবন সংলগ্ন ভোলা নদীতে এক শ্রেণির অসাধু জেলে গোপনে নিষিদ্ধ জাল ব্যবহার করে মাছ শিকার করে আসছে। এমন গোপন সংবাদ পেয়ে ইউএনওর নেতৃত্বে এবং ধানসাগর নৌ-পুলিশের সহযোগিতায় দিনভর অভিযান চালিয়ে প্রায় ৩৫ হাজার মিটার নিষিদ্ধ জাল আটক করা হয়। কিন্তু অভিযানকালে অসাধু জেলেদের কাউকে পাওয়া যায়নি।
মৎস্য কর্মকর্তা জানান, এইসব জালের ফাঁস খুব ছোট হওয়ায় এতে মাছের পোনা থেকে শুরু করে সব ধরণের মাছ আটকা পড়ে। এতে মাছের প্রজন্ম ধবংস হওয়ায় এই জাল ব্যবহার নিষিদ্ধ। জব্দ করা জালগুলো উপজেলা পরিষদের কাছে বান্দাঘাটা এলাকায় এনে পুড়িয়ে ফেলা হয়েছে। যার মূল্য প্রায় পাঁচ লাখ টাকা। এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।