আইপিএল চলতে থাকলে এখন তাকে ক্রিকেট মাঠে দেখা যেত। কিন্তু করোনাভাইরাসের কারণে চলতি বছরের আইপিএল এখন স্থগিত। তবে অফস্পিনার হরভজন সিং এখন ক্রিকেট নয়, সিনেমা নিয়ে ব্যস্ত। ভারতের জাতীয় দলে ফেরার সুযোগ আর তার নেই। তবে ৩৯ বছর বয়সে সিনেমায় অভিষেক হচ্ছে তার। অভিনয় করেছেন তামিল সিনেমায়। ছবির নাম- ফ্রেন্ডশিপ। চলতি বছরের আগস্টে এই সিনেমা মুক্তি পাওয়ার কথা।
করোনাভাইরাসে প্রায় সব কিছু এখন স্থগিত। বাইরে বেরনোর উপায় নেই। তাই নিজের অভিনীত প্রথম সিনেমার প্রমোশনের জন্য ভার্চুয়াল জগৎকেই বেছে নিয়েছেন হরভজন সিং। ইনস্টাগ্রামে নিজের সিনেমার পোস্টার পোস্ট করেছেন।
হরভজনের সঙ্গে এই সিনেমায় অভিনয় করেছেন দক্ষিণ ভারতের অ্যাকশন কিং অভিনেতা হিসেবে পরিচিত অর্জুন। সিনেমাটি পরিচালনা করেছেন জন পল রাজ ও শ্যাম সূর্য। সিনেমায় অভিনয় ভারতের ক্রিকেটারদের জন্য নতুন কোনো ঘটনা নয়। সিনেমার নাম ফ্রেন্ডশিপ হলেও হরভজন সিং এতে ঠিক কোন ভূমিকায় এবং সিনেমার গল্পটা কি- সে বিষয়ে কিছু বলেননি ভারতের এই অফস্পিনার।
১৯৯৮ সালে ব্যাঙ্গালোরে অস্ট্রেলিয়ার বিপক্ষে হরভজন সিংয়ের টেস্ট অভিষেক হয়। এখন পর্যন্ত ভারতের হয়ে ১০৩ টেস্টে ৪১৭ উইকেট শিকার করেছেন এই অফস্পিনার। ওয়ানডে খেলেছেন ২৩৬টি। উইকেট পেয়েছেন ২৬৯টি। ভারতের হয়ে ২৮টি টি-টোয়েন্টি ম্যাচে হরভজনের উইকেট সংখ্যা ২৫। আর আইপিএলে এখন পর্যন্ত খেলেছেন ১৬০টি ম্যাচ। যেখানে তার উইকেট শিকার ১৫০।