ধাওয়ানের গান শুনে চমকে গিয়েছিলেন তামিম!

প্রথম আলো প্রকাশিত: ০৬ জুন ২০২০, ১১:১৫

২০১৫ সাল বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল ম্যাচ। মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে ভারতের বিপক্ষে ব্যাটিং করছিলেন তামিম ইকবাল। এমন সময় উইকেটের পেছন থেকে জোরে কে যেন পাঞ্জাবি গান গাওয়া শুরু করেন। বলা নেই, কওয়া নেই হুট করেই গান! তামিম নাকি মাথা ঘুরিয়ে দেখেন, মাঠে আচমকা গান ধরা ব্যক্তি স্লিপে দাঁড়ানো শেখর ধাওয়ান ছাড়া আর কেউ নন।

সম্প্রতি এক অনলাইন আড্ডায় রোহিত এই ঘটনার ব্যাখ্যা দেন, 'আমি ছিলাম প্রথম স্লিপে, ধাওয়ান তৃতীয়। হুট করেই সে জোরে গান ধরে। বোলার তখন বল করার জন্য প্রস্তুতি নিচ্ছিল। আর ব্যাটসম্যান তামিম তো অবাক। সে বুঝতে পারছিল না কী হচ্ছে। এখন শুনতে হয়তো হাস্যকর মনে হচ্ছে না, তবে ঘটনার সময় আমরা কেউই হাসি থামাতে পারছিলাম না।'

ধাওয়ান দিল্লীর ছেলে, পাঞ্জাবি। হাসিঠাট্টা তো রক্তে মিশে থাকার কথা। ভারতীয় ওপেনার ধাওয়ানেরও ঠিক তাই। ভারতীয় ড্রেসিংরুমের সবচেয়ে আড্ডাবাজদের একজন তিনি। মাঠে ও মাঠের বাইরে মুখে হাসি যেন লেগেই থাকে।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us