টাঙ্গাইলে করোনা রোগীর সংখ্যা ২শ’ ছাড়ালো

নয়া দিগন্ত প্রকাশিত: ০৫ জুন ২০২০, ১৮:২৪

টাঙ্গাইলে করোনা রোগীর সংখ্যা ২শ’ ছাড়িয়েছে। শুক্রবার ডাক্তার-নার্স ও মা-মেয়েসহ নতুন করে আরো ২৮ জন করোনায় আক্রান্ত হয়েছেন। জেলায় একদিনে আক্রান্তের সংখ্যা এটাই সর্বোচ্চ। এ নিয়ে টাঙ্গাইলে আক্রান্তের সংখ্যা দাড়াঁলো ২১৯ জনে। বর্তমানে চিকিৎসাধীন আছেন ১৫৬ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৫৮ জন এবং মৃত্যু হয়েছে পাঁচজনের।

টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. মোহাম্মদ ওয়াহিদুজ্জামান জানান, গত ২৯ ও ৩১ মে ঢাকায় পাঠানো নমুনার মধ্যে শুক্রবার সকালে ২৮ জনের রিপোর্ট পজেটিভ আসে। তাদের মধ্যে মির্জাপুরে পাঁচজন, নাগরপুরে চারজন, সখীপুরে দুইজন, গোপালপুরে একজন, দেলদুয়ারে একজন, কালিহাতীতে সাতজন এবং টাঙ্গাইল সদর উপজেলায় ছয়জন। নতুন আক্রান্তদের মধ্যে নাগরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একজন নারী চিকিৎসক রয়েছেন।

এছাড়া ভূঞাপুরে মা-মেয়ে এবং কালিহাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একজন সিনিয়র স্টাফ নার্স ও একজন মেডিকেল টেকনোলজিস্টের নাম যোগ হয়েছে আক্রান্তদের তালিকায়। আক্রান্তদের চিকৎসার আওতায় নিয়ে আসা হয়েছে এবং লকডাউন করে দেয়া হয়েছে তাদের বসবাসের স্থান।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ঘটনা প্রবাহ

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us