প্রাণঘাতী করোনাভাইরাসে বিপর্যস্ত হয়ে পড়েছে লাতিন আমেরিকা। ব্রাজিল, পেরু, চিলি, মেক্সিকোর মতো দেশগুলোতে আক্রান্ত ও মৃত্যু হু হু করে বাড়ছেই। এখন পর্যন্ত করোনায় লাতিন আমেরিকার দেশগুলোর মধ্যে সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যু দেখেছে ব্রাজিল। এরপরেই রয়েছে পেরু। দেশটিতে ইতোমধ্যেই করোনায় মৃত্যু ৫ হাজার ছাড়িয়ে গেছে।
পেরুর স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী, দেশটিতে এখন পর্যন্ত মারা গেছে ৫ হাজার ৩১ জন। পেরুতে গত ২৪ ঘণ্টায় প্রাণ হারিয়েছে ১৩৭ জন। অপরদিকে গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছে ৪ হাজার ২৮৪ জন।
ওয়ার্ল্ডওমিটারের পরিসংখ্যান বলছে, পেরুতে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছে ১ লাখ ৮৩ হাজার ১৯৮ জন। এর মধ্যে সুস্থ হয়ে উঠেছে ৭৬ হাজার ২২৮ জন। দেশটিতে বর্তমানে করোনার অ্যাক্টিভ কেস ১ লাখ ১ হাজার ৯৩৯।