মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবার সন্ধ্যায় ওয়াশিংটনের এপিস্কোপাল ডায়োসিস গির্জা পরিদর্শন করেন। ট্রাম্পের এই আকস্মিক পরিদর্শনে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন গির্জার পাদ্রী মেরিয়ান এডগার বুদে।
পাদ্রী মেরিয়ান এডগার বুদে জানান, অগ্রিম বিজ্ঞপ্তি না দিয়ে গির্জায় ট্রাম্পের পরিদর্শনে 'ক্ষুদ্ধ' হয়েছেন তিনি। তিনি জানান, এর মাধ্যমে ট্রাম্প 'যিশুর শিক্ষার বিরোধী বার্তা' ছড়িয়ে (শেয়ার) দিয়েছেন।
প্রেসিডেন্ট হোয়াইট হাউস থেকে সেন্ট জনস এর এপিস্কোপাল চার্চে আসার পরে তিনি (পাদ্রী মেরিয়ান) এ উল্লেখযোগ্য মন্তব্যটি করেন। মার্কিন রাষ্ট্রপতিরা এই গির্জাটি উপাসনালয় হিসেবে এক শতাব্দীরও বেশি সময় ধরে ব্যবহার করছেন। হোয়াইট হাউসের ফটকের ঠিক বাইরে বিক্ষোভকারীদের উদ্দেশে টিয়ার গ্যাস, ফ্ল্যাশ গ্রেনেড এবং রাবার বুলেট ছড়িয়ে ছিটিয়ে দেওয়া হয়েছিল