পার্থ বড়ুয়ার একক অ্যালবাম নিয়ে এসেছে আইপিডিসি ফাইন্যান্স

নয়া দিগন্ত প্রকাশিত: ৩০ মে ২০২০, ১৬:২১

দেশের প্রাইভেট খাতের প্রথম আর্থিক প্রতিষ্ঠান আইপিডিসি ফাইন্যান্স লিমিটেডের ঈদের বিশেষ আয়োজন ‘জাগো উচ্ছ্বাস্ব ঈদ আনন্দে’ লাইভ অনুষ্ঠানের তৃতীয় পর্বে পার্থ বড়ুয়ার প্রথম একক অ্যালবাম ‘মুখোশ’ প্রকাশ করা হয়েছে।

আইপিডিসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ১৯৮১ সালে প্রতিষ্ঠিত আইপিডিসি দেশে লকডাউনের মাঝেও তার স্টেকহোল্ডারদের সর্বোচ্চ সহযোগিতা করার জন্য সংশ্লিষ্ট অংশীদারদের সাথে যোগাযোগ ও সহায়তার কোনো কমতি রাখেনি। আমানতকারীদের অগ্রিম সুদের অর্থ প্রদান, পণ্য উদ্ভাবন বা কর্পোরেট সামাজিক দায়বদ্ধতা থেকে আইপিডিসি তার প্রতিষ্ঠানের জন্য একটি মানদণ্ড নির্ধারণ করেছে। সামাজিক দূরত্বের কথা বিবেচনা করে আইপিডিসি তার প্রচারমূলক কর্মকাণ্ড থেকেও সরে দাঁড়ায়নি, তারই অংশ হিসেবে আইপিডিসির মাধ্যমে দেশের জনপ্রিয় সঙ্গীতশিল্পী ও সঙ্গীত আয়োজক পার্থ বড়ুয়া তার একক অ্যালবাম ‘মুখোশ’ প্রকাশ করেছে।

সর্বাধিক প্রতীক্ষিত এই সঙ্গীত অ্যালবামটিতে পাঁচটি গান রয়েছে, যা এক মাসের জন্য সামাজিক যোগাযোগ মাধ্যমে এক অন্যরকম অনুভূতি দিবে।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ঘটনা প্রবাহ

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us