লা লিগা ও চ্যাম্পিয়নস লিগ জয়ের ব্যাপারে আশাবাদী বার্সা

বাংলা নিউজ ২৪ প্রকাশিত: ২৮ মে ২০২০, ১৫:৫৫

বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসের কারণে স্থগিত আছে স্প্যানিশ লা লিগা। শেষ ষোলোর লড়াই চলাকালীন স্থগিত হয়ে গেছে চ্যাম্পিয়নস লিগও। ফের কবে শুরু হবে তা এখনও অনিশ্চিত। তবে বার্সেলোনার অধিনায়ক লিওনেল মেসি আশাবাদী, ২০১৯/২০ মৌসুমে একের অধিক শিরোপা জিতবে কাতালানরা।  গত মৌসুমে কেবল লা লিগা জিতেই সন্তুষ্ট থাকতে হয়েছিল বার্সাকে।

এবার অবশ্য তারা চ্যাম্পিয়নস লিগের স্বপ্ন দেখছে শেষ ষোলো থেকে লিভারপুলের বিদায় নেওয়ায়। কারণ গত মৌসুমে ফাইনালে ওঠার লড়াইয়ে অলরেডদের হাতেই পুড়েছিল মেসিদের স্বপ্ন। তবে এবার তাদের সামনে বাধা হয়ে দাঁড়াতে পারে কেবল রিয়াল মাদ্রিদ ও ম্যানচেস্টার সিটি।  স্থগিত হওয়ার আগে লিগাতেও অবশ্য পয়েন্ট তালিকার সিংহাসন দখলের লড়াইয়ে ইঁদুর-বিড়াল খেলায় মেতে ওঠেছিল রিয়াল-বার্সা। তবে ফের লা লিগা শুরু হলে শীর্ষস্থানে থেকে মাঠে নামবে গত আসরের চ্যাম্পিয়ন কাতালানরা। 

মধ্য জুনে ফের শুরু হতে পারে চলতি মৌসুমের লা লিগা। এমন আলোচনায় এখন চলছে ফুটবল দুনিয়ায়। সেই আশায় এই সপ্তাহে গ্রুপ অনুশীলনও শুরু করেছে বার্সা। কয়েকজন তরুণকে সঙ্গে নিয়ে লিওনেল মেসি, জেরার্ড পিকে, সার্জিও বুসকেটস, সের্গি রবার্তো, জর্দি আলবা, লুইস সুয়ারেস, আর্তুরো ভিদাল ও গোলরক্ষক মার্ক-আন্দ্রে টের স্টেগান অনুশীলন করেছেন। এই গ্রুপেরই এক তারকা চ্যাম্পিয়নস লিগ ও লা লিগা জয়ের ব্যাপারে বলেন, ‘এবার আমরা উভয় শিরোপাই জিততে পারি।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us