গোপালগঞ্জে করোনা আক্রান্ত দেড়শো ছাড়ালো

পূর্ব পশ্চিম প্রকাশিত: ২৮ মে ২০২০, ১৩:৫৮

গোপালগঞ্জে একদিনে নতুন করে ৯ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় করোনা রোগীর সংখ্যা দাঁড়ালো ১৫২ জনে। বৃহস্পতিবার (২৮ মে) সকালে গোপালগঞ্জের সিভিল সার্জন ডা. নিয়াজ মোহাম্মদ এসব তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, আক্রান্তদের বাড়ি জেলার বিভিন্ন স্থানে।

আক্রান্তরা ঢাকা থেকে গোপালগঞ্জে এসেছেন। তাদের বাড়িসহ আশাপাশের বেশ কয়েকটি বাড়িঘর লকডাউন করা হয়েছে। সেই সঙ্গে আক্রান্তদের পরিবারের সদস্যদের হোম কোয়ারেন্টাইনে থাকার পরামর্শ দেয়া হয়েছে।

সম্পর্কিত খবর ধীরে ধীরে খুলবে ওয়াশিংটন ডিসিগাজীপুরে আরও ১১৫ জনের করোনা শনাক্ত করোনায় বাংলাদেশ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তার মৃত্যু আক্রান্তদের মধ্যে একজন মারা গেছেন আর অন্যদের মধ্যে ৫৮ জন সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন। এছাড়া, ৯৩ জন জেলার বিভিন্ন হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ঘটনা প্রবাহ

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us