করোনার প্রথম ঝড়ের মাঝামাঝি বিশ্ব, দ্বিতীয় ঝড় সামনে

ঢাকা টাইমস প্রকাশিত: ২৭ মে ২০২০, ০৯:৫৬

ইউরোপ-আমেরিকাসহ বিশ্বের বিভিন্ন দেশ করোনা-ঝড়ের একটা ধাক্কা সামলে লকডাউন শিথিল করেছে। তারা চেষ্টা করছে ধীরে ধীরে স্বাভাবিক অবস্থায় ফিরে যেতে। এর মধ্যে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু) জানাল, বিশ্ব এখন মাত্র করোনা সংক্রমষের প্রথম ধাপের মাঝামাঝি পর্যায়ে। দ্বিতীয় ঝড়ের এখনো অনেক বাকি।

প্রথম ঝড়ে এখন পর্যন্ত বিশ্বে নিহতের সংখ্যা দাঁড়িয়েছে তিন লাখ ৫২ হাজার ২২৩ এবং আক্রান্ত ৫৬ লাখ ৮৪ হাজার ৬৮৪ জন। মঙ্গলবার এক দিনে বিশ্বে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছে ৯২ হাজার ৬০ জন, মৃত্যু ৪০৪৮। একক দেশ হিসেবে আক্রান্ত ও মৃতের ‍সংখ্যা সবচেয়ে বেশি যুক্তরাষ্ট্রে- সংক্রমিত ১৭ লাখ ছাড়িয়েছে।

মৃতের সংখ্যা ছাড়িয়েছে এক লাখ। তবে বিশ্বে মোট করোনা-আক্রান্তের দুই-তৃতীয়াংশই ইউরোপের। এখন চিন্তা বাড়ছে দক্ষিণ আমেরিকা এবং দক্ষিণ এশিয়ার। বিশেষ করে ব্রাজিল ও ভারতের। আআমী দিনের অর্থনীতির কথা ভেবে ব্রাজিলের প্রেসিডেন্ট জাইর বোলসোনারো কিংবা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মতো অনেকে নিজ নিজ দেশে লকডাউন তুলে দিতে চাইছেন।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ঘটনা প্রবাহ

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us