কাপড়ে কালি? জানুন কীভাবে দূর করবেন

বার্তা২৪ প্রকাশিত: ২৬ মে ২০২০, ১২:৫০

অসাবধানতায় প্রিয় জামাটিতে কালি লেগে যাওয়ার ঘটনাটি খুবই মন খারাপ করে দেয়। আর সেটা যদি হয় নতুন জামা তাহলে তো কথাই নেই। এদিকে কালির দাগ সহজে উঠতেও চায় না। ফলে বেশ বিপত্তিতেই পড়তে হয়।

এমন সমস্যার ক্ষেত্রে সমাধান হিসেবে যে জিনিসগুলো ব্যবহার করলে কাজে তার ব্যবহারবিধি সম্পর্কে তুলে ধরা হল।

লবণ

জামাকাপড় থেকে কালির দাগ অপসারণের সবচেয়ে সাধারণ এবং সহজ উপায় হল দাগের জায়গাটি ভিজিয়ে তার উপর অল্প পরিমাণ লবণ ছিটিয়ে দেওয়া। লবণ ছেটানোর পর একটি ভেজা পেপার টাওয়েল দিয়ে আলতোভাবে দাগের উপরে ঘষতে হবে। যতক্ষণ না পর্যন্ত দাগটি ভালভাবে উঠে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত এভাবে ঘষতে হবে। দাগ হালকা হয়ে উঠে আসলে পানিতে ধুয়ে নিতে হবে।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us