হাসান-ঊর্মিলার ঈদ নাটক ‘সাক্ষী হাজির’

ঢাকা টাইমস প্রকাশিত: ২৪ মে ২০২০, ১৪:২৭

বেলাল একজন ভাড়ায় চালিত মানুষ। গ্রামের কোনও মিছিল, জটলায় লোক বা কারও পক্ষে সাক্ষী দরকার হলেই তাকে ভাড়া করা হয়। বেলালের কিছু লোকজন আছে। তাদের নিয়ে সদলবলে গিয়ে বেলাল দল ভারী করে। বিনিময়ে টাকা পায়। তবে এই ভাড়ায় খাটতে গিয়ে তাকে মাঝেমধ্যে বিপদেও পড়তে হয়। একবার এক মিছিলে অংশ নিয়ে দেখে গুন্ডার দল তাদের মারতে তেড়ে আসছে।

বেলাল ভেবেছিল, তারা মারবে না। কিন্তু পেছনে তাকিয়ে দেখে তার দলের লোকজন ভয়ে পালিয়েছে। এরপর গুন্ডারা তাকে মেরে হাতে-পায়ে ব্যান্ডেজ পরিয়ে দেয়। সেই বেলাল একদিন সাইকেল চুরির গ্রাম্য শালিসে চোরের পক্ষ নিয়ে সাফাই গায়। ফলে চোর বেকসুর খালাস। কিন্তু সাইকেলের মালিক শিলা ক্ষেপে বাঘিনী রূপ ধারণ করে।

সে বেলালকে হুমকি দেয় যে, তার জীবন সে নরক বানিয়ে ছাড়বে। পথে ঘাটে তাকে অপদস্ত করতে থাকে শিলা। তার মধ্যেই শিলাকে বিয়ে করে বসে বেলাল। শুরু হয় আরেক দ্বন্দ্ব ও সংকট। এমনই গল্প নিয়ে নির্মিত হয়েছে ঈদের নাটক ‘সাক্ষী হাজির’। নাটকটি রচনা করেছেন শফিকুর রহমান শান্তনু, পরিচালনা করেছেন দীপু হাজরা। আর প্রযোজনা করেছে জহিরুল ইসলাম সোহেল।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us