ক্রিকেট শুধু মাঠের ২২ গজের খেলা নয়। মাঠের বৃত্তের বাইরেও ক্রিকেট জিততে পারে, জেতাতে পারে-ক্রিকেটীয় সেই জয়গান তামিম ইকবাল গাইলেন; এবং গাইলেন একেবারে গলা ছেড়ে! অভূতপূর্ব সেই ক্রিকেট আনন্দের কোরাসে সুর মেলালেন আরো অনেকে।
নামগুলো শুনি, দক্ষিণ আফ্রিকার ফাফ ডু প্লেসি, ভারতের রোহিত শর্মা, বিরাট কোহলি, পাকিস্তানের ওয়াসিম আকরাম, নিউজিল্যান্ডের কেন উইলিয়ামসন। আর আমাদের মাশরাফি বিন মর্তুজা, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, রুবেল হোসেন, তাসকিন আহমেদ, মমিনুল হক, সৌম্য সরকার, লিটন দাস, তাইজুল ইসলাম এমনকি হালে প্রায় আড়ালে চলে যাওয়া নাসির হোসেন পর্যন্ত ২২ গজের চিরচেনা ক্রিকেটের বাইরে এসে অনলাইন আড্ডায় যে ‘ম্যাচ’ খেললেন সেই আনন্দ শেষ বলে ছক্কা হাঁকিয়ে জয়ের চেয়ে কোনো অংশে কম নয়!
আইসিসি ট্রফি জয়ের সুখ-আনন্দের নষ্টালজিয়া সরবে আরেকবার জানিয়ে গেল-নকশি কাঁথার মতো ক্রিকেটও আমাদের চিরকালীন গর্ব ও ঐতিহ্যের অংশ।