কৃষকের ফসল রক্ষার নামে গুলি করে হাতি নিধনযজ্ঞ শুরু করেছে নামিবিয়া। গত একমাসে এভাবে অন্তত ১০টি হাতি হত্যা করা হয়েছে বলে জানিয়েছে আফ্রিকান দেশটির বন্যপ্রাণী কর্তৃপক্ষ।
শনিবার নামিবিয়ার পরিবেশ, বন ও পর্যটন মন্ত্রণালয়ের মুখপাত্র রোমিও মুয়ুন্ডা জানান, দেশটির উত্তরাঞ্চলে হাতিগুলো মানবজীবনের জন্য হুমকি হয়ে দাঁড়ানোয় তাদের গুলি করে হত্যা করা হয়েছে। তার দাবি, কৃষকের ফসল রক্ষায় এ সিদ্ধান্ত অত্যন্ত জরুরি ছিল। ক্ষতিপূরণ হিসেবে হাতির মরদেহগুলো সম্প্রদায়ের লোকদের দিয়ে দেয়া হয়েছে বলেও জানান এ কর্মকর্তা
মুয়ুন্ডা বলেন, ‘সাধারণত এই মৌসুমে মানুষজন হাতির জন্য ভয়ে থাকে। সেক্ষেত্রে আমাদের রক্ষণাত্মক হওয়া ছাড়া আর কোনও উপায় ছিল না।’