ডকু-ফিকশন ফিল্ম '...তব দেখা পাই' এর ডিজিটাল লঞ্চিং
প্রকাশিত: ২৩ মে ২০২০, ২০:২৮
খুব সাধারণ একজন মানুষের অসাধারণ হয়ে ওঠার গল্প, দৃষ্টিহীন মানুষের চোখে নিরন্তর আশার আলো জ্বেলে যাওয়ার গল্প ডকু-ফিকশন ফিল্ম '...তব দেখা পাই'। শুক্রবার ফিল্মটির ডিজিটাল লঞ্চিং অনুষ্ঠিত হয়। চার মিনিটের এই ডকু-ফিকশন ফিল্মের প্রযোজক ড. শাহ্ - নূর হাসান অভিনয় করেছেন মুখ্য চরিত্রে, অন্যান্য উল্লেখযোগ্য চরিত্রে আছেন অভিনেতা মামুনুর রশীদ সহ আরো অনেকে।
ব্যক্তি জীবনে ড. শাহ্ একজন চিকিৎসক হিসেবে অবিরত সেবা দিয়ে চলেছেন আর শিক্ষক হিসেবে জ্ঞানের আলো বিতরণ করে চলেছেন ভবিষ্যতের উদীয়মান চিকিৎসকদের মাঝে। সেইসাথে দৃষ্টি প্রতিবন্ধী মানুষের ক্ষমতায়েনর উদ্দেশ্য অক্লান্তভাবে কাজ করে যাচ্ছেন। শুক্রবার আয়োজিত এই অনুষ্ঠানটি ডকু-ফিল্মের ডিজিটাল লঞ্চিংয়ের উদ্দেশ্যে আয়োজন করা হয়। সেখানে একই সাথে স্পর্শ ফাউন্ডেশনকে পরিচয় করিয়ে দেয়া হয়।