বাংলাদেশের জাতীয় ঈদগায়ে ময়দানে এবার ঈদের প্রধান জামাত হবে না৷ তবে বায়তুল মোকাররম জাতীয় মসজিদে ঈদের প্রধান জামাত হবে, সকাল ৮টা থেকে মোট পাঁচটি৷
ইসলামিক ফাউন্ডেশনের নির্দেশনা অনুযায়ী ঈদগাহ বা খোলা মাঠে কোনো ধরনে জামাতের আয়োজন করা যাবে না৷ তবে মসজিদে জামাতে কোন বাধা নেই৷ ঈদের জামাতে মুসল্লিদের দাঁড়াতে হবে সামাজিক দূরত্বের নিয়ম মেনে৷ মাঝখানে এক কাতার বাদ দিয়ে তিন ফুট দূরত্ব রাখতে হবে৷ মসজিদে কোনো কার্পেট ও ম্যাট ব্যবহার করা যাবে না৷ প্রয়োজনে মুসল্লিরা জায়নামাজ নিয়ে যেতে পারবেন৷ মসজিদে সংরক্ষিত টুপি ও জায়নামাজ ব্যবহার করা যাবে না৷ ঈদের নামাজের আগে বা পরে কোনো ধরনের কোলাকুলি বা হাত মেলানো যাবে না৷ নামাজ শেষে দ্রুত বাসায় চলে যেতে হবে৷
নির্দেশনা অনুযায়ী স্বাস্থ্যবিধি মেনে মসজিদে যেতে হবে৷ ব্যবহার করতে হবে মাস্ক৷ মসজিদে হ্যান্ড স্যানিটাইজার, হাত ধোয়ার ব্যবস্থা ও সাবান রাখতে হবে৷ মসজিদে প্রবেশের আগে কমপক্ষে ২০ সেকেন্ড সময় নিয়ে সাবান দিয়ে হাত ধুতে হবে৷