বোর্ডারের পর ভারতের স্বেচ্ছাচারিতা নিয়ে প্রশ্ন তুললেন চ্যাপেলও
প্রকাশিত: ২৩ মে ২০২০, ১৮:৩৪
আইপিএলের জন্য টি-টোয়েন্টি বিশ্বকাপ বিসর্জন? জল সেদিকেই গড়াচ্ছে। ভারতের এমন স্বেচ্ছাচারিতা নিয়ে একদিন আগেই প্রশ্ন তুলেছিলেন অস্ট্রেলিয়ার কিংবদন্তি অধিনায়ক অ্যালান বোর্ডার। এবার তার সুরে সুর মিলিয়েই ভারতকে কাঠগড়ায় দাঁড় করালেন আরেক সাবেক অসি অধিনায়ক ইয়ান চ্যাপেল।
চ্যাপেলও মনে করছেন, শিডিউল অনুযায়ী অক্টোবরে অস্ট্রেলিয়ার মাটিতে টি-টোয়েন্টি বিশ্বকাপটি হবে না। তার বদলে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই) যেভাবেই হোক আইপিএল আয়োজন করবে।
‘ওয়াইড ওয়ার্ল্ড অব স্পোর্টস’-এর সঙ্গে এক সাক্ষাতকারে ইয়ান চ্যাপেল বলেন, ‘প্রথম কথা হলো, আপনারা সবাই জানেন বিসিসিআই-ই জিতবে। যদি তারা অক্টোবরে খেলতে চায়, তবে রাস্তা বের করে নেবে। এই মুহূর্তে আমার মনে হচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ হওয়ার সম্ভাবনা খুবই ক্ষীণ।’