কামাল লোহানীকে দেখতে হাসপাতালে ঘাতক দালাল নির্মূল কমিটি
প্রকাশিত: ২২ মে ২০২০, ২১:৩৪
ঢাকা: চিকিৎসাধীন প্রবীণ সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব কামাল লোহানীকে দেখতে ও তার চিকিৎসার খোঁজখবর নিতে হাসপাতালে গিয়েছিলেন একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির নেতারা। গত ১৭ মে থেকে ফুসফুস ও কিডনিজনিত জটিলতায় রাজধানীর পান্থপথে হেলথ অ্যান্ড হোপ হাসপাতালে ভর্তি আছেন তিনি।
শুক্রবার (২২ মে) বিকেলে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির কেন্দ্রীয় নেতা, সংগঠনের চিকিৎসা সহায়ক কমিটির সভাপতি অধ্যাপক ডা. উত্তম কুমার বড়ুয়া ও সাধারণ সম্পাদক অধ্যাপক ডা. মামুন আল মাহতাব কামাল লোহানীকে দেখতে যান। তারা কামাল লোহানীর চিকিৎসার ব্যাপারে হাসপাতালের চিকিৎসকদের সঙ্গেও কথা বলেন।
একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির নেতারা মুক্তিযোদ্ধা, সাংবাদিক কামাল লোহানীর দ্রুত আরোগ্য কামনা করেন। কামাল লোহানী একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির অন্যতম উপদেষ্টা।
হেলথ অ্যান্ড হোপ হাসপাতালে বাবার চিকিৎসার ব্যাপারে সন্তোষ প্রকাশ করেন কামাল লোহানীর ছেলে সংস্কৃতিকর্মী সাগর লোহানী।