১৩ বছরের বর্ণিল ক্যারিয়ার আরও দীর্ঘ করার স্বপ্ন দেখেন বাংলাদেশ দলের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবালের। খেলে যেতে চান আরও ৬ বছর। সম্প্রতি সাবেক পাকিস্তানি ক্রিকেটার রমিজ রাজার সঙ্গে এক আলাপচারিতায় এ কথা জানান ৩১ বছর বয়সী তামিম।
২০০৭ সালে আন্তর্জাতিক ক্রিকেটে পা রাখা তামিমের সামর্থ্য নিয়ে কখনোই প্রশ্ন ছিল না। তবে ক্যারিয়ারের শুরুতে অধারাবাহিকতা ছিল তামিমের বড় শত্রু। ২০১৫ সালের পর সেই শত্রুকে পরাস্ত করেন তামিম। বিশেষ করে ওয়ানডে ক্রিকেটে গত পাঁচ বছরে ব্যাটিং গড় ৫০ এর নিচে নামতে দেননি। এখন তিন সংস্করণের ক্রিকেটেই বাংলাদেশের ব্যাটিংয়ের বড় বিজ্ঞাপন তামিম। তিন সংস্করণের ক্রিকেটেই গত পাঁচ বছরে দারুণ সফল এই বাঁ হাতি ওপেনার।
রমিজ তামিমের কাছে জানতে চান তিনি আর কতদিন খেলবেন। এ প্রশ্নের উত্তরে তামিম বলেছেন আরও ৬ বছর খেলার কথা, 'আমার মনে হয় মাঝামাঝি আছি। এই সময়টা খুব গুরুত্বপূর্ণ। আমি বিশ্বাস করি আমি আরও ৬ বছর খেলতে পারব।'