ইসলামি প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ি বলেছেন, আমরা যে কোনো দেশ বা যে কোনো দলকে যে কোনো জায়গায় সমর্থন জানাতে চাই, যারা ইহুদিবাদী শাসনের বিরোধিতা করে এবং এর বিরুদ্ধে লড়াই করে। ইসরায়েলকে ইঙ্গিত করে এক টুইট বার্তায় তিনি এই কথা বলেন।
টুইট বার্তায় তিনি বলেন, দখলদারদের বিরুদ্ধে রাজনৈতিক, সামরিক ও সাংস্কৃতিক সংগ্রাম চালিয়ে যাওয়া উচিত ফিলিস্তিন জাতির। এই জাতির নির্ধারণ করা উচিত যে, সেখানে কোন ধরনের রাজনৈতিক ব্যবস্থায় শাসন চলা উচিত; ততক্ষণ পর্যন্ত সংগ্রাম চালিয়ে যেতে হবে। তিনি বলেন, জায়নিস্ট সরকার নির্মূল করার অর্থ ইহুদিদের নির্মূল করা নয়। আমরা ইহুদিদের বিরুদ্ধে নই।