বিপিএলে খেলতে চান উইলিয়ামসন

এনটিভি প্রকাশিত: ২১ মে ২০২০, ১৭:৫৫

কদিন আগেই দক্ষিণ আফ্রিকান তারকা ফাফ দু প্লেসিকে বিপিএল খেলার আমন্ত্রণ জানিয়েছেন তামিম ইকবাল। এমনকি দু প্লেসিকে বিপিএলে নিজের দলে খেলার আমন্ত্রণ জানান বাংলাদেশ দলের ওয়ানডে অধিনায়ক। দু প্লেসির পর এবার নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসনকেও বিপিএলে খেলার আমন্ত্রণ জানিয়েছেন তামিম। জবাবে উইলিয়ামসন জানালেন, সময় বের করতে পারলে বিপিএল খেলতে রাজি তিনিও। চলমান লকডাউনে দেশ-বিদেশি অনেক তারকাদের নিয়ে ফেসবুক লাইভে হাজির হচ্ছেন তামিম। বাংলাদেশ অধিনায়কের আজ বৃহস্পতিবারের অতিথি ছিলেন উইলিয়ামসন। লাইভে বিপিএল প্রসঙ্গ উঠে আসে। এ ব্যাপারে উইলিয়ামসন বলেন, ‘আমি খুবই আগ্রহী টুর্নামেন্টটি খেলতে। সময় বের করতে পারলে বিপিএল খেলতে রাজি তিনিও। 

চলমান লকডাউনে দেশ-বিদেশি অনেক তারকাদের নিয়ে ফেসবুক লাইভে হাজির হচ্ছেন তামিম। বাংলাদেশ অধিনায়কের আজ বৃহস্পতিবারের অতিথি ছিলেন উইলিয়ামসন। লাইভে বিপিএল প্রসঙ্গ উঠে আসে। এ ব্যাপারে উইলিয়ামসন বলেন, ‘আমি খুবই আগ্রহী টুর্নামেন্টটি খেলতে। সময় বের করতে পারলে অবশ্যই চাইব বিপিএল খেলতে। এখানে দারুণ প্রতিযোগিতা হয়। অনেক ভালো কিছু বিষয় আছে এই টুর্নামেন্টের। দেখা যাক সামনে কী হয়।’ এর আগে বিপিএল খেলার ব্যাপারে দক্ষিণ আফ্রিকার তারকা দু প্লেসিও ইতিবাচক সাড়া দেন। সেদিন তামিম বিপিএল প্রসঙ্গে বলেন, ‘বিপিএল দুর্দান্ত আসর, পরিবেশ খুবই চমৎকার। তোমাকে কিন্তু কথা দিতে হবে, এবার বিপিএলে আসবে এবং অবশ্যই আমার দলে খেলবে। খুব ভালো টুর্নামেন্ট, তুমি উপভোগ করবে।’ জবাবে ডু প্লেসি বলেন, ‘তোমাকে আগেও বলেছি, আমি অবশ্যই বিপিএল খেলতে আসব। তবে এখানে আলাপ করার উপযুক্ত জায়গা কি না বুঝতে পারছি না, তবে বিপিএল খেলতে পারলে আমার ভালো লাগবে।’
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us