প্রবল শক্তি নিয়ে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় আম্পান। বঙ্গোপসাগরে অবস্থানরত ঘূর্ণিঝড়টি আজ বুধবার সন্ধ্যায় দেশের সমুদ্র উপকূল অতিক্রম করতে পারে। এ সময় স্বাভাবিকের চেয়ে ১০ থেকে ১৫ ফুট উচ্চতার জলোচ্ছ্বাস হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
আবহাওয়া দফতরের বিশেষ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সুন্দরবন নিকটবর্তী উপকূল দিয়ে অতিক্রম করা শুরু করবে। এলাকা পেরিয়ে যেতে ২ থেকে ৩ ঘণ্টার মতো সময় লাগতে পারে।
এদিকে ভারতের কেন্দ্রীয় আবহাওয়া দফতরের সর্বশেষ বুলেটিনে বলা হয়েছে, ঘূর্ণিঝড় আম্পান আজ বুধবার বেলা ১টার দিকে পশ্চিমবঙ্গ রাজ্যের দীঘা থেকে মাত্র ৯৫ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণ-পূর্বে অবস্থান করছিল। আর বাংলাদেশের পটুয়াখালী