করোনায় ক্ষতিগ্রস্ত বিদেশফেরত প্রবাসীদের পাশে আইওএম

জাগো নিউজ ২৪ প্রকাশিত: ২০ মে ২০২০, ১২:৪৩

করোনাভাইরাসের প্রভাবে ইউরোপীয় ইউনিয়নের দেশগুলো থেকে ফেরত আসা প্রবাসীদের তাৎক্ষণিক, মধ্য ও দীর্ঘমেয়াদি সহায়তা দিচ্ছে জাতিসংঘের অভিবাসন সংস্থা আইওএম। বিশ্বের বিভিন্ন দেশ ও ইউরোপীয় ইউনিয়ন থেকে ২০২০ সালে কয়েক লাখ প্রবাসীকে ফেরত আনা, গ্রহণ এবং পুনরেকত্রীকরণে সরকারকে সহায়তাও করছে সংস্থাটি।

বুধবার (২০ মে) আইওএম বাংলাদেশের ন্যাশনাল কমিউনিকেশন অফিসার শরিফুল ইসলাম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, 'জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর তথ্যমতে, প্রতিবছর প্রায় ৬ লাখ শ্রমিক উন্নত জীবন ও জীবিকার আশায় দেশ থেকে বিভিন্ন দেশে পাড়ি জমান। ২০১৯ সালে বাংলাদেশে ১৮ বিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স আসে প্রবাসীদের মাধ্যমে। আইওএম এবং এর সহযোগী প্রতিষ্ঠান আশঙ্কা করছে যে, বৈশ্বিক অর্থনৈতিক মন্দার ফলে দক্ষিণ এশিয়ায় রেমিট্যান্সে অনুমেয় ২২ শতাংশ পতন বাংলাদেশের প্রবাসী ও রেমিট্যান্স নির্ভর জনগোষ্ঠীর ওপর বিরূপ প্রভাব ফেলবে।'

'আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) এবং বাস্তবায়নকারী সহযোগী সংস্থা বাংলাদশ রুরাল অ্যাডভান্সমেন্ট কমিটি (ব্র্যাক) ইউরোপীয়ান ইউনিয়ন দেশগুলো থেকে ফেরত আসা বিপদাপন্ন প্রবাসীদের সহায়তা প্রদানে কাজ করছে। সংস্থাটি একই সাথে বিপদগ্রস্ত প্রবাসী, বিশেষ করে গালফ কো-অপারেশন কাউন্সিল (জিসিসি) দেশগুলো থেকে ফেরত আসা প্রবাসীদের সহায়তার জন্য অতিরিক্ত অর্থায়ন নিশ্চিতে কাজ করে যাচ্ছে। জিসিসি দেশগুলোতে তেলের দাম কমে যাওয়ার পর বৃহৎ আকারে সেক্টরব্যাপী শ্রমিক ছাঁটাই হয়েছে।'
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ঘটনা প্রবাহ

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us