বাবর আজমকে ইংরেজি শিখতে হবে

ইত্তেফাক প্রকাশিত: ১৭ মে ২০২০, ১৭:৩৪

পাকিস্তানের নব্য ওয়ানডে অধিনায়ক বাবর আজমকে প্রায় সময়ই তুলনা করা হয় ভারতের অধিনায়ক বিরাট কোহলির সঙ্গে। খোদ পাকিস্তানিরাই এমনটা তুলনা করেছেন ইতোপূর্বে। যদিও পাকিস্তানের সাবেক ক্রিকেটার তানভীর আহমেদ এমন তুলনায় একমত নন। তাঁর মতে, ব্যক্তিত্ব ও ইংরেজি ভাষায় আরও উন্নতির দরকার আছে বাবরের।

বাবরকে উপদেশ দিয়ে তানভীর বলেন, ‘তোমার ব্যক্তিত্ব উন্নত করার চেষ্টা করো। শুধুমাত্র ব্যক্তিত্বের দ্বারা একজন ক্রিকেটার তার ড্রেসিংরুমের মেজাজ পাল্টে দিতে পারে। বাবরের ইংরেজিতে আরও উন্নতি করা প্রয়োজন, এটা খুব দরকারি। যখন কেউ অধিনায়ক হয়, তখন তাকে টস এবং ম্যাচ পরবর্তী কনফারেন্সে কথা বলতে হয়। তাছাড়া, যখন সে ভিন্ন ভিন্ন দেশে সফর করবে তখন তাকে ভিন্ন ভিন্ন চ্যানেলে সাক্ষাৎকার দিতে হবে।’ অধিনায়কত্ব থেকে সরফরাজ আহমেদকে বাদ দিয়ে আজহার আলীকে টেস্ট অধিনায়কত্ব দেয়া হয়। একইসঙ্গে বাবর আজমকে দেয়া হয় টি-টোয়েন্টি দলের দায়িত্ব। কিছুদিন আগে ওয়ানডে নেতৃত্বের ভারও দেয়া হয় বাবরের কাঁধে। পিসিবির এমন সিদ্ধান্তে খুশি তানভীর। বাবরকে সবকিছুর পাশাপাশি ফিটনেসেও মনোযোগ দিতে বললেন তিনি। তানভীর আরও বলেন, ‘একজন নেতার সময়ের প্রতি নিষ্ঠাবান হওয়া প্রয়োজন। সংগঠিত থাকতে হয় যাতে খেলোয়াড়রা তাকে অনুসরণ করে। তাকে নিজের ফিটনেস লেভেলও বজায় রাখা উচিত। কারণ অধিনায়কই যদি ফিট না হয় তাহলে সে অন্যান্য খেলোয়াড়দের ফিটনেস উন্নতির জন্য উপদেশ দিতে পারে না।’
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us