যুক্তরাষ্ট্রের উন্নত প্রযুক্তিতে তৈরি একটি এফ-২২ স্টিলথ জঙ্গি বিমান বিধ্বস্ত হয়েছে। ফ্লোরিডার এগলিন এয়ার ফোর্স ঘাঁটিতে নিয়মিত প্রশিক্ষণ ফ্লাইটের সময় বিমানটি বিধ্বস্ত হয়।
বিমানের পাইলট নিরাপদে বের হতে পেরেছেন বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। পাইলটের নাম প্রকাশ না করে জানানো হয়েছে, তিনি সামরিক ঘাঁটির হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন এবং তার অবস্থা স্থিতিশীল রয়েছে। এক বিবৃতিতে মার্কিন বিমান বাহিনী জানায়, ১৫ কোটি ডলার দামের বিমানটি এগলিন ঘাঁটি থেকে ১২ মাইল উত্তর-পূর্বে ট্রেনিং রেঞ্জের ভেতরে বিধ্বস্ত হয়।
বিধ্বস্তের ঘটনায় কেউ মারা যায়নি, কিংবা বেসরকারি কোনো সহায় সম্পত্তির ক্ষতি হয়নি।