বাসাভাড়া না দেয়ায় বিদ্যুৎ-পানি বন্ধ করলেন বাড়িওয়ালা

সময় টিভি প্রকাশিত: ১৬ মে ২০২০, ২২:০৭

হবিগঞ্জের চিড়াকান্দি এলাকায় বাসা ভাড়া ও বিদ্যুৎ বিল দিতে না পারায় এক অসহায় ভাড়াটিয়ার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দিয়েছেন বাড়িওয়ালা। বন্ধ করে দিয়েছেন পানি সরবরাহ ব্যবস্থা। এমতাবস্তায় শিশু সন্তানকে নিয়ে মানবেতর জীবন যাপন করছিলেন বিধবা নারী। শেষ পর্যন্ত জেলা প্রশাসক ও পুলিশ সুপারের হস্তক্ষেপে শনিবার (১৬ মে) বিকেলে বিদ্যুৎ সংযোগ চালু করা হয়। কাল সকালে পানি সংযোগও স্বাভাবিক করে দেবেন বলে নিশ্চয়তা প্রদান করেছেন ভাড়াটিয়া। শহরের চিড়াকান্দি বাগানবাড়ি এলাকার রঞ্জিত রায়ের বাড়িতে বাসা ভাড়া করে থাকতেন বিধবা চন্দনা রাণী পাল। বিভিন্ন বাসায় কাজ করে শিশুসন্তানকে নিয়ে কোনভাবে জীনবযাপন করতেন তিনি। কিন্তু করোনার এ দুর্যোগ মুহূর্তে কর্মহীন হয়ে পড়েন চন্দনা পাল। যে কারণে নিয়মিত বাসাভাড়া ও বিদ্যুৎ বিল পরিশোধ করতে পারেননি তিনি। পরিস্থিতি স্বাভাবিক হলে ভাড়া ও বিদ্যুৎ বিল পরিশোধ করবেন বলে বাড়িওয়ালা মিনতি করে জানান চন্দনা। কিন্তু এতে রাজি হননি বাড়িওয়ালা রঞ্জিত। নিরীহ নারীকে বাসা ছাড়তে বারবার হুমকি দিতে থাকেন তিনি। সম্প্রতি ত্রাণ সহায়তা দিতে চন্দনা পালের বাসায় যান সামাজিক সংগঠন ‘হিউমিনিটি স্কোয়ার্ড’ এর সদস্যরা। সেখানে এ বিধবা নারীর করুণ অবস্থার কথা জানতে পারেন স্কোয়াডের সদস্য। সংগঠনের সদস্য এসডিআর পিনাক বিষয়টি স্থানীয় একজন টেলিভিশন সাংবাদিককে জানান।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ঘটনা প্রবাহ

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us