৩৭ বছর পর ভারতের কাছে বিশ্বকাপে হারের কারণ জানালেন হোল্ডিং

বাংলাদেশ প্রতিদিন প্রকাশিত: ১৬ মে ২০২০, ১৭:২১

ওয়ানডে বিশ্বকাপের প্রথম দুই আসরেই শিরোপা জিতেছিল ওয়েন্ট ইন্ডিজ। সেটি ছিল ১৯৭৫ ও ১৯৭৯ সালে। ১৯৮৩ সালে তৃতীয় বিশ্বকাপের ফাইনালেও উঠেছিল ক্যারিবীয়রা। কিন্তু ফাইনালে হট ফেভারিট হয়েও ভারতের কাছে ৪৩ রানে হেরে গিয়েছিল ওয়েন্ট ইন্ডিজ।

৩৭ বছর পর সেই হারের কারণ জানালেন ক্যারিবীয় পেসার মাইকেল হোল্ডিং। তিনি বলেন, 'ওই ফাইনালে আমরা নিজেদের সেরা দলই ভেবেছি। ভারতকে হালকাভাবে নেয়ায় বিশ্বকাপের ফাইনাল হারতে হয়েছিল আমাদের।'

১৯৮৩ সালে হ্যাটট্রিক শিরোপা জয়ে প্রবল সম্ভাবনাই ছিল ওয়েস্ট ইন্ডিজের। কেননা সে সময়ে শক্তিশালী দল তারা। আবার প্রতিপক্ষ ছিল ভারত। তাই ক্যারিবীয়দের পক্ষেই বাজির দর বেশি ছিল।

নিজেদের শক্তিশালী মনে করায়, প্রতিপক্ষ ভারতকে হালকাভাবে নিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। আর সেটিই কাল হয়ে দাড়ায় ক্যারিয়বীয়দের। ১৮৪ রানের মামুলি টার্গেট র্স্পশ করতে পারেনি ওয়েস্ট ইন্ডিজ। ১৪০ রানে গুটিয়ে গিয়ে শেষ পর্যন্ত ৪৩ রানে ম্যাচ হারে ক্লাইভ লয়েডের দল। ফলে হ্যাটট্রিক শিরোপা স্বপ্নই থেকে যায়।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us