রোহিতের স্ত্রীর সঙ্গে যেমন বন্ধুত্ব হয়েছিল নাফিস ইকবালের

কালের কণ্ঠ প্রকাশিত: ১৬ মে ২০২০, ১৪:২৯

করোনাকালে চলছে তামিম ইকবালের ফেসবুক লাইভ। এই লাইভের মাধ্যমেই সবাই জানতে পেরেছে যে, আজকের দেশের সেরা ব্যাটসম্যান তামিম ইকবালের জন্য কতটা ত্যাগ স্বীকার করেছেন তার বড় ভাই জাতীয় দলের সাবেক তারকা ওপেনার নাফিস ইকবাল। গতকাল শুক্রবার ভারতের বিধ্বংসী ওপেনার রোহিত শর্মার সঙ্গে আলাপচারিতায় উঠে আসে নাফীসের প্রসঙ্গ। আইপিএলের কল্যাণে রোহিত খুব ভালো করেই চেনেন নাফিসকে। তার স্ত্রী রিতিকার সঙ্গে তো নাফিসের বিরাট বন্ধুত্ব হয়ে গিয়েছিল।

২০১৮ সালে মুস্তাফিজুর রহমানকে দলে নিয়েছির রোহিত শর্মার মুম্বাই ইন্ডিয়ান্স। মুস্তাফিজ ইংরেজি না জানায় দোভাষী হিসেবে নাফিসকে উড়িয়ে নেয় ফ্র্যাঞ্চাইজিটি। শুক্রবারের লাইভের এক পর্যায়ে তামিমের বড় ভাইয়ের নাম শুনেই রোহিত বলে উঠেন, 'আমি তার কথা জিজ্ঞেস করতে যাচ্ছিলাম। উনি আমাদের সঙ্গে গত আইপিএলের আগেরবার ছিলেন। যখন মোস্তাফিজুর ছিল দলে। তাকে আমার শুভকামনা জানাবে।'

রোহিত আরও বলেন, 'আমি আমার স্ত্রীকে এই আড্ডার কথা বলেছিলাম, সে বলল নাফিস ভাইকে হাই বলতে। তুমি জান তাকে কেন মনে রেখেছে সে? কারণ এয়ারপোর্টে নাফিস ভাই তাকে ফ্রেঞ্চ ফ্রাই খাইয়েছিল। তাকে জিজ্ঞেস কর। আমার স্ত্রীকে যেই ফ্রেঞ্চ ফ্রাই দেয়, তাকেই সে খুব পছন্দ করে। সে ফ্রেঞ্চ ফ্রাই খেতে খুব ভালোবাসে।'

এরপর তামিম জানান একটি মজার গল্প, 'ভাইয়ার কাছ থেকে একটা গল্প শুনেছিলাম রোহিত ভাই। ওই আইপিএলে ভাবীর (রিতিকা) সঙ্গে বসে খেলা দেখছিল আমার ভাই। তারা পরিবারের জন্য নির্দিষ্ট স্থানে বসেছিল। আমার ভাইয়ের ভয়ংকর ক্ষুধা পেয়েছিল, কিছু খেতে চাইছিল। সে চাইছিল কিছু খেয়ে আসতে কিন্তু ভাবী তাকে যেতেই দিচ্ছিল না। তিনি বলছিলেন, না, এখানেই থাকবে হবে, খেলা শেষ না হওয়া পর্যন্ত কোথাও যাওয়া যাবে না। আমার ভাই তো ক্ষুধায় মরে যাচ্ছিল।'
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ঘটনা প্রবাহ

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us