বিশিষ্ট শিক্ষাবিদ ও জাতীয় অধ্যাপক ড. আনিসুজ্জামানের মরদেহ রাজধানীর আজিমপুর কবরস্থানে দাফন করা হয়েছে। আজ শুক্রবার সকাল ১০টা ৪৫ মিনিটের দিকে বাবার কবরের পাশে তাঁকে দাফন করা হয়। এর আগে দেওয়া হয় গার্ড অব অনার। বিষয়টি এনটিভি অনলাইনকে নিশ্চিত করেছেন ড. আনিসুজ্জামানের ছোট ভাই মো. আক্তারুজ্জামান। তিনি বলেন, ‘সকাল ১০টা ১০ মিনিটের দিকে আমার ভাইকে সিএমএইচ থেকে আজিমপুর কবরস্থানে নিয়ে আসা হয়। এখানেই তাঁকে গার্ড অব অনার দেওয়া হয়। তারপর বাবার কবরের পাশে তাঁকে দাফন করা হয়।’ আক্তারুজ্জামান আরো বলেন, ‘সকাল ১০টার একটু আগে ড.