লকডাউনের কারণে আকাল রক্তের, ছুটছে শাহজাহানের বাইক!
প্রকাশিত: ১৩ মে ২০২০, ১১:৫৯
থ্যালাসেমিয়ায় আক্রান্ত সাত বছরের কওসর শেখের জন্য মিলছিল না বি-পজিটিভ গ্রুপের রক্ত। খবর পেয়েই মওলানা আকিল আনসারি উলুবেড়িয়া হাসপাতালে ছুটে এলেন। রোজা রেখেই রক্ত দিলেন ছোট্ট শিশুর প্রাণ বাঁচাতে।
লকডাউনের কারণে রক্তদান শিবির বন্ধ থাকায় ব্লাডব্যাঙ্কগুলিতে আকাল। এই পরিস্থিতিতে উলুবেড়িয়া মহকুমার পারিজাতের বাসিন্দা শাহজাহান মোল্লা-সহ কয়েকজন উদ্যোগী যুবক মিলে তৈরি করেছেন ‘ব্লাড ডোনার গ্রুপ’। সেই গ্রুপেরই সদস্য ফুলেশ্বর বৈকুন্ঠপুরের বাসিন্দা আকিল। তিনি নিজে একটি মক্তব (আরবি শিক্ষার প্রতিষ্ঠান) চালান। আকিলের কথায়, ‘আমাকে সকালে ফোন করেছিল শাহজাহান। জানায়, নলপুরের শিশু কওসরের বি-পজিটিভ রক্ত লাগবে। ওই গ্রুপের রক্ত উলুবেড়িয়া মহকুমা হাসপাতালের ব্লাডব্যাঙ্কে নেই। আমি খবর পেয়েই হাসপাতালে ছুটে যাই। সকাল ১০টা নাগাদ রক্ত দিয়ে ফিরে এসেছি। রোজা রেখেছিলাম বলে ঠিক করেছিলাম, ইফতার করে রক্ত দিতে যাব। তারপর চিন্তা করি, দেরি করলে শিশুটির যদি ক্ষতি হয়। তাই সকালেই ছুটে যাই।’ আকিলের কাজকে সাধুবাদ জানিয়ে উলুবেড়িয়া জামে মসজিদের ইমাম মুফতি নাসিমউদ্দিন কাসেমি বলেন, ‘রোজা রেখে কারও জীবন বাঁচানোর জন্য যদি কেউ রক্তদান করেন, তাহলে রোজার কোনও ক্ষতি হয় না। এটা নেকির (পুণ্যের ) কাজ।’