কাবুলের হাসপাতালে বন্দুকবাজের হামলা, নিহত সদ্যোজাত-সহ ১৩

এইসময় (ভারত) প্রকাশিত: ১২ মে ২০২০, ২২:৪৬

আফগানিস্তানের রাজধানী কাবুলের এক হাসপাতালে মঙ্গলবার বন্দুকবাজের হামলায় কমপক্ষে ১৩ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে সদ্যোজাত শিশুও রয়েছে। কাবুলে একটি প্রসূতি হাসপাতাল চালায় আন্তর্জাতিক সংস্থা 'ডক্টরস উইদাউট বর্ডার'। হামলার জন্য এই হাসপাতালটিকেই বেছে নেওয়া হয়। কাবুলের সরকারি সূত্রে, দুই সদ্যোজাত-সহ ১৩ জনের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে। একই দিনে দ্বিতীয় হামলার ঘটনাটি ঘটেছে আফগানিস্তানের পূর্ব নাঙ্গাহার প্রদেশ। এক পুলিশ কম্যান্ডারের শেষকৃত্য চলাকালীন অতর্কিতে হামলা চালানো হয়। অন্ত্যেষ্টিতে সংসদ সদস্য-সহ সরকারের একাধিক উচ্চপদস্থ অফিসার উপস্থিত ছিলেন। সেসময় আত্মঘাতী হামলা হলে, কমপক্ষে ২৪ জন নিহত হন। জখম আরও অন্তত ৬৮ জন।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us