মানুষের পাশে রাজনৈতিক দল ও জোট

সমকাল প্রকাশিত: ১২ মে ২০২০, ২০:৪০

করোনা সংকট মোকাবিলায় মাঠে নেমেছে দেশের অধিকাংশ রাজনৈতিক দল। ক্ষমতাসীন আওয়ামী লীগ প্রথম থেকেই করোনায় দুর্গত ও কর্মহীন মানুষের পাশে দাঁড়িয়েছে। দলের ত্রাণ ও সমাজকল্যাণ উপ-কমিটির উদ্যোগে সারাদেশে ত্রাণ কার্যক্রম চালাচ্ছে। বিএনপিও এমন ত্রাণ তৎপরতা অব্যাহত রেখেছে। এর বাইরের রাজনৈতিক দলগুলো বিশেষ করে ১৪ দল ও বাম গণতান্ত্রিক জোটের শরিক বাম দলগুলোও সাধ্যমতো অসহায় মানুষকে সহযোগিতা করে যাচ্ছে।      আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলের পক্ষ থেকে এরই মধ্যে রাজধানীর কয়েকটি স্থানে অসহায়, দুঃস্থ ও কর্মহীন মানুষের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে। জোটের মুখপাত্র ও আওয়ামী লীগ সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম এমপির নেতৃত্বে গত কয়েকদিনে ধানমণ্ডি, সায়েন্স ল্যাবরেটরি, নিউমার্কেট ও মগবাজার এলাকায় এসব ত্রাণসামগ্রী বিতরণ করা হয়। মোহাম্মদ নাসিম বলেছেন, করোনার দুর্যোগময় পরিস্থিতির অবসান না হওয়া পর্যন্ত নিজেদের সামর্থ্য অনুযায়ী ত্রাণ কার্যক্রম চালিয়ে যাবে ১৪ দল। ঢাকা-৮ আসনের এমপি ও বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন করোনা সংক্রমণ শুরু হওয়ার পর থেকে নিজ এলাকার কর্মহীন ও দুঃস্থ মানুষের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণ করছেন। তার দল ওয়ার্কার্স পার্টি থেকেও ইতোমধ্যে কয়েক হাজার মানুষের মধ্যে চাল, ডাল, তেলসহ খাদ্যসামগ্রী বিতরণ করেছে। ১৪ দলের সহযোগী সংগঠন যুব মৈত্রী ও ছাত্র মৈত্রী থেকে হ্যান্ড স্যানিটাইজার ও মাস্কসহ করোনা প্রতিরোধ সামগ্রী তৈরি ও বিতরণ করা হয়েছে। রাশেদ খান মেনন সমকালকে বলেছেন, ত্রাণসামগ্রী বিতরণ ছাড়াও মানুষকে সচেতন করতে প্রচারপত্র বিলিও করেছেন তারা। করোনার সংক্রমণ পুরোপুরি দূর না হওয়া পর্যন্ত এই তৎপরতা চালিয়ে যাবেন তারা।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ঘটনা প্রবাহ

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us