কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকান্ডে ৩ শতাধিক বসতি পুড়ে গেছে
প্রকাশিত: ১২ মে ২০২০, ১৮:৫৩
বাংলাদেশে কক্সবাজারের লম্বাশিয়া রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ এক অগ্নিকান্ডে পুড়ে গেছে ৩ শতাধিক রোহিঙ্গা বসতি। আংশিক ক্ষতিগ্রস্থ হয়েছে সাড়ে ৩ শত বসতবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান। আহত হয়েছেন অন্তত ৬ জন। এ প্রতিবেদক প্রায় ৬ কি.মি. দূর থেকে আগুনের ভয়াবহতা দেখে ঘটনাস্থলে ছুটে যায়। আর এখানে গিয়ে দেখতে পায়- একের পর এক বসতি পুড়ে যাওয়া দৃশ্য। কাছাকাছি বাড়ি হওয়ায় আগুন খুব দ্রুত ছড়িয়ে পড়ছিল। রোহিঙ্গা স্বেচ্ছাসেবকরা আগুন নেভাতে প্রাণপণ চেষ্টা করে যাচ্ছিলেন। পরে ফায়ার সার্ভিস পৌঁছে। এরপর থেকে আগুনের ভয়াবহতা কিছুটা কমতে শুরু করে। প্রত্যক্ষদর্শীরা বলেন, মঙ্গলবার সকালে কুতুপালং এর পাশে লম্বাশিয়া ক্যাম্পে বিকট শব্দে আগুনের সূত্রপাত হয়। মুহুর্তেই আগুন ছড়িয়ে পড়ে আশেপাশের বসতিগুলোতে। প্রাথমিকভাবে রান্না করার সময় গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে এই অগ্নিকান্ডের সূত্রপাত বলে ধারনা করা হচ্ছে। ঘটনাস্থলে বিস্ফোরিত হওয়া একটি গ্যাসের সিলিন্ডারও পড়ে থাকতে দেখা যায়। খবর পেয়ে অগ্নি নির্বাপক কর্মীরা ঘটনাস্থলে পৌঁছেন।