দুর্যোগ কাটলে খেলা কীভাবে মাঠে গড়াবে, তা নিয়ে আলোচনা
প্রকাশিত: ১১ মে ২০২০, ১৯:৩৫
প্রাণঘাতী করোনাভাইরাসের প্রার্দুভাব এখনো কাটেনি। সারা বিশ্বের মানুষ কম বেশি সংকটের মধ্যে রয়েছে। তাই সব খেলাধুলাও বন্ধ। তবে এই দুর্যোগ কেটে উঠলে খেলা কীভাবে মাঠে গড়াবে তা নিয়ে আলোচনা শুরু হয়ে গেছে। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) খেলোয়াড়দের স্বাস্থ্য প্রটোকল নির্ধারণ করলেই বাংলাদেশের ক্রিকেট মাঠে গড়াবে বলে জানিয়েছে বিসিবি। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন জানিয়েছেন, মহামারি শেষে খেলার প্রটোকল তৈরি করতে আইসিসি সদস্য দেশগুলোর সঙ্গে যোগাযোগ রাখছে তারা। ক্যারিয়ারের সেরা সময়ে সাকিব আল হাসানের জীবনে নেমে এসেছিল দুর্যোগ। জুয়াড়ির তথ্য গোপনের অভিযোগে আইসিসি তাকে ১ বছর নিষিদ্ধ করেছে। তিন তিনবার জুয়াড়িদের কাছ থেকে ম্যাচ পাতানোর প্রস্তাব পেয়েও আইসিসির দুর্নীতি বিরোধী ইউনিটকে জানাননি তিনি! মাঠে না গিয়ে যিনি থাকতে পারেন না, সেই সাকিবের এখন মাঠের ধারেকাছে যাওয়া নিষিদ্ধ। জীবনের এই খারাপ সময় থেকেও তিনি অনেক কিছু শিখেছেন। তার আত্মোপলব্ধি হয়েছে। জার্মানির এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাতকারে সদ্য দ্বিতীয় সন্তানের বাবা হওয়া সাকিব বলেছেন খেলা থেকে দূরে থাকার কষ্টের কথা, 'খেলতে না পারার কষ্ট সবসময় মনে ঘুরতে থাকে। যদিও এখন খেলা হচ্ছে না, কখন শুরু হবে এটাও অনিশ্চিত। আমার তো আরও পাঁচ-ছয় মাসের মতো সময় আছে। যদি এক মাস পর খেলা শুরু হয় তাহলে আমি আরও ৪-৫ মাস পর খেলব। এটা ভাবতেই খারাপ লাগে। খারাপ লাগার মতোই বিষয়। মাঠে না যাওয়ারটাই সবচেয়ে কষ্টের বিষয়।' তবে এই নিষেধাজ্ঞার ইতিবাচক দিকও দেখছেন বিশ্বসেরা অল-রাউন্ডার, 'এটাও এক ধরণের অভিজ্ঞতা, শেখার অনেক কিছু আছে। অনেক কিছুই আমরা অবহেলার ছলে দেখি। যেটা আসলে সেভাবে দেখা উচিত নয়।