তারকাদের মায়েরা

ডেইলি বাংলাদেশ প্রকাশিত: ১০ মে ২০২০, ১১:৫৫

মায়ের ভালোবাসা অকৃত্রিম শ্বাসত্ব। অবিচ্ছেদ্য বাঁধনে মায়ের চিরায়ত স্নেহ মমতা আর ভলোবাসার ভান্ডারদূর কখনো শূন্য হবার নয়। আজ মে মাসের দ্বিতীয় রোববার। বিশ্ব মা দিবস। দিনটি উপলক্ষে মাকে ভালোবাসা জানিয়েছেন বহু সন্তান। আর সবার মতো শোবিজের তারকারাও তাদের মায়েদের নিয়ে স্মৃতিচারণ করেন। মা দিবসে মাকে নিয়ে অভিনেত্রী মেহজাবিন বলেন, আমার জীবনে চলার পথের প্রতিটি পদক্ষেপে আম্মু আমাকে সাহস যুগিয়েছেন। অভিনয় জীবনের আজকের সাফল্যের পেছনেও আম্মুর অবদান বেশি। যে কারণে আমি আজকের মেহজাবিন হতে পেরেছি। না জেনে না বুঝে আম্মুকে কষ্ট দিয়েছি। তবে তাকে অনেক বেশি কষ্ট দেইনি আমি। তারপরও আম্মুর কাছে সরি। আম্মু প্রায়ই তার শরীরের নানা সমস্যা নিয়ে কথা বলেন। এসব কথা যখন শুনি তখন মনে হয় নিজের শরীরটা কেটে যদি আম্মুকে দিয়ে দিতে পারতাম, তাতেও যদি আম্মু পুরোপুরি সুস্থ থাকতেন আমি শান্তি পেতাম। ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব। এই অভিনেতার জীবনের যা কিছু প্রাপ্তি, যা কিছু অর্জন সব কিছুর নেপথ্যে যে মানুষটির উৎসাহ, অনুপ্রেরণা সবচেয়ে বেশি, তিনি তার মা।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us